
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (MAGA) আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী লরা লুমার রবিবার (৬ জুলাই) এক বিস্ফোরক দাবি করে বলেন, ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’তে তিনজন প্রভাবশালী মার্কিন নাগরিক যোগ দিতে পারেন, যারা বর্তমানে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থনহীন।
লুমার এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে লিখেছেন, "আমি ভবিষ্যদ্বাণী করছি টাকার কার্লসন, মারজোরি টেলর গ্রিন এবং থমাস ম্যাসি ‘আমেরিকা পার্টি’তে যোগ দেবেন—ট্রাম্পকে অপমান করতেই।”
কারা এই সম্ভাব্য যোগদানকারী?
টাকার কার্লসন: পরিচিত কনজারভেটিভ রাজনৈতিক ভাষ্যকার, যাকে লুমার আগে "ভুয়া ট্রাম্প সমর্থক" হিসেবে উল্লেখ করেছিলেন।
মারজোরি টেলর গ্রিন (MTG): মাস্কের সমর্থনে ট্রাম্পের বিরোধিতা করেন।
থমাস ম্যাসি: রিপাবলিকান হলেও ট্রাম্পের বাজেট বিলের বিরুদ্ধে ভোট দেন। মাস্কের সমর্থিত এই আইনপ্রণেতাকে ট্রাম্প একবার "দু:খজনক হারে পরাজিত ব্যক্তি" বলেও অভিহিত করেছিলেন।
মাস্কের 'আমেরিকা পার্টি'র জন্ম কীভাবে?
এলন মাস্ক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক দাতা ছিলেন, ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল “আমেরিকা পার্টি” গঠনের। এর উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে বিদ্যমান "একদলীয়" রাজনৈতিক কাঠামো ভেঙে জনগণকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।
মাস্কের ভাষায়, "আমরা একদলীয় ব্যবস্থায় বাস করি, গণতন্ত্রে নয়। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো—আপনার স্বাধীনতা ফেরানোর জন্য।”
মাস্কের অভিযোগ, ট্রাম্পের ঘরোয়া ব্যয় পরিকল্পনা মার্কিন ঋণকে 'বিস্ফোরণ' ঘটাবে। তিনি তার নেতৃত্বে DOGE (Department of Government Efficiency) এর মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
মাস্ক একটি অনলাইন জরিপ চালান, যেখানে তিনি প্রশ্ন করেন—"আপনি কি দুই-দলীয় (বা একদলীয়) ব্যবস্থার বিকল্প চান?" জরিপে অংশগ্রহণ করে ১২ লাখের বেশি মানুষ, যার মধ্যে দুই-এক অনুপাতে নতুন দলের পক্ষে রায় দেন।
মাস্ক আরও শেয়ার করেন একটি মিম যেখানে দুই-মাথাওয়ালা সাপ দিয়ে আমেরিকার দুই দলীয় ব্যবস্থাকে উপহাস করা হয়, যার নিচে লেখা ছিল, “ইউনিপার্টি শেষ করুন।”
মাস্কের এই পদক্ষেপ এবং লুমারের ভবিষ্যদ্বাণী মার্কিন রাজনৈতিক মহলে বড় ধরনের বিভাজন ও নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে আগামী নির্বাচনে রিপাবলিকানদের ঐক্য হুমকির মুখে পড়তে পারে এবং ট্রাম্পের জনপ্রিয়তা চ্যালেঞ্জের মুখে পড়বে।
মুমু ২