
ছবি: সংগৃহীত
নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী দেশটির ফেডারেল সরকার।
রাষ্ট্রপতির উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সিনিয়র বিশেষ সহকারী চালিয়া শাগায়া লেগোসে অনুষ্ঠিত "Building Resilience in Turbulent Times" শীর্ষক মধ্য-মেয়াদি অর্থনৈতিক সম্মেলনে এই তথ্য জানান। এ সম্মেলনের আয়োজক ছিল নাইজেরিয়ান-ইন্দোনেশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (NICCI)।
শাগায়া জানান, আগামী ২১ থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য নাইজেরিয়া-ইন্দোনেশিয়া বিনিয়োগ ও বাণিজ্য ফোরামে সরকার পূর্ণ সহযোগিতা করবে। এতে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আরও বিনিয়োগ এবং কার্যকর সহযোগিতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "সরকার NICCI-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে নাইজেরিয়ার উদ্যোক্তাদের উন্নয়ন ত্বরান্বিত হয়। নাইজেরিয়ার উদ্যোক্তারা আর অপেক্ষা করছে না। তারা ভবিষ্যৎ নির্মাণে লিপ্ত। সঠিক সহায়তা পেলে তারা কেবল টিকে থাকবে না, বরং প্রতিকূলতার মধ্যেও সাফল্যের নাচ নাচবে।"
তিনি আরও বলেন, "উদ্যোক্তারা কেবল ব্যবসায়ী নন; তারা কর্মসংস্থান সৃষ্টিকারী, সমস্যা সমাধানকারী এবং ব্র্যান্ডের প্রতিনিধি। তারা স্থিতিশীলতা গড়ে তুলছে এবং সরকার তাদের জন্য buzzword-নির্ভর নয়, বরং বাস্তব সহায়তামূলক নীতিমালা প্রণয়ন করছে।"
NICCI-এর সভাপতি ইসমাইল বালোগুন বলেন, নাইজেরিয়ান ব্যবসায়ীদের ১৫ থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত জাকার্তায় অনুষ্ঠিতব্য ৪০তম ইন্দোনেশিয়ান যৌথ এক্সপোতে অংশগ্রহণ করা উচিত।
বালোগুন জানান, এই বাণিজ্য মেলা নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের মধ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, NICCI ইতোমধ্যেই নাইজেরিয়ার ভাইস-প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা-র কার্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। শেত্তিমা প্রেসিডেনশিয়াল এনাবলিং বিজনেস এনভায়রনমেন্ট কাউন্সিল (PEBEC)-কে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে সমন্বয় করে এক্সপোর কার্যক্রমে সহায়তা নিশ্চিত করতে।
শহীদ