
জরুরি চিকিৎসাসেবায় নিজস্ব অ্যাম্বুলেন্স সরবরাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-এর সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৭ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা নানা ধরনের শারীরিক অসুস্থতা ও দুর্ঘটনার শিকার হচ্ছেন। কিন্তু এমন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স না থাকা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিতে গিয়ে অনেক সময় ভাড়া করা গাড়ি না পেয়ে সমস্যায় পড়তে হয়। এতে সময় নষ্টের পাশাপাশি হয়রানির শিকার হতে হয়।”
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ (সাত) দিনের সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে অ্যাম্বুলেন্স সরবরাহ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন লিটন আকন্দ, যীনাম মিয়া আজিজুল, রাফসান হামিদ রানা, কাজী ইসমাইলসহ আরও অনেকে।
মিমিয়া