ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মাস্কের নতুন রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর: ট্রাম্প

প্রকাশিত: ১০:৩৯, ৭ জুলাই ২০২৫

মাস্কের নতুন রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর: ট্রাম্প

ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত টেসলা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলটির নাম ‘আমেরিকা পার্টি’। মাস্কের ভাষ্যে, এই দল হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই প্রথাগত দলের বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি।

তবে মাস্কের এ ঘোষণাকে একহাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ‘হাস্যকর’ এবং ‘উদ্ধত ও বিভ্রান্তিকর’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা পুরোপুরি হাস্যকর। যুক্তরাষ্ট্রের রাজনীতি বহুদিন ধরেই দুই-দলীয় কাঠামোতে চলে আসছে। এর বাইরে কিছু করার চেষ্টা কেবল বিভ্রান্তি তৈরি করবে।”

একসময় ট্রাম্প ও মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে তা ভেঙে পড়ে। ট্রাম্প প্রশাসনের সময় মাস্ককে সরকারী ব্যয় হ্রাসের দায়িত্বে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের বাজেট ও নীতির সমালোচনা করেন, যার জেরে তাদের রাজনৈতিক দূরত্ব আরও বেড়ে যায়।

শিহাব

×