
ডিজিটাল যুগে তথ্য সুরক্ষা যত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, অনেকেই ততটাই উদাসীন থেকে যাচ্ছেন নিজেদের পাসওয়ার্ড ব্যবহারে। দুর্বল, সহজবোধ্য পাসওয়ার্ড ব্যবহার অনেকেরই অভ্যাস। তবে কতটা অনুমানযোগ্য হতে পারে একটি পাসওয়ার্ড? সেটিই প্রকাশ পেয়েছে সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে।
বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডগুলোর তালিকা
গবেষণা বলছে, বিশ্বের কোটি কোটি মানুষ এখনো এমন সব পাসওয়ার্ড ব্যবহার করেন, যেগুলো অনুমান করতে হ্যাকারদের কয়েক সেকেন্ডই যথেষ্ট। একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ‘নরডপাস’ নামের একটি পাসওয়ার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। সেখানে প্রকাশ পেয়েছে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ২৫টি পাসওয়ার্ডের তালিকা, যার মধ্যে রয়েছে ‘123456’, ‘password’, ‘qwerty’ ইত্যাদি।
তথ্য ও বিশ্লেষণ: কোথা থেকে এল এই ডেটা?
এই তালিকার তথ্য এসেছে নরডপাসের বিশ্লেষণ থেকে, যারা ২.৫ টেরাবাইটের ডেটাবেইসে থাকা ডাটা ব্রিচ হওয়া ক্রেডেনশিয়াল (ব্যবহারকারীর তথ্য) বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করেছে। মূলত হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো থেকে সংগৃহীত পাসওয়ার্ডগুলোই বিশ্লেষণের আওতায় এসেছে।
সংখ্যাই এখনো শীর্ষে
তালিকায় প্রথমে রয়েছে ‘123456’, যা একাই ৩০ লাখের বেশি বার ব্যবহৃত হয়েছে। আসলে শীর্ষ ১০টির মধ্যে ৬টি পাসওয়ার্ড শুধুই সংখ্যা। অর্থাৎ সহজ সংখ্যা বিন্যাস বা ধারাবাহিক সংখ্যা ব্যবহার এখনো বিপুলসংখ্যক মানুষের পছন্দ। অথচ এই ধরনের পাসওয়ার্ডই সবচেয়ে দ্রুত হ্যাক হয়ে থাকে, বিশেষ করে ব্রুট-ফোর্স (ধাপে ধাপে অনুমানভিত্তিক) আক্রমণে।
কিবোর্ড প্যাটার্ন ও সাধারণ শব্দ: আরেকটি বিপদ
শুধু সংখ্যা নয়, অনেকেই সহজে টাইপযোগ্য কিবোর্ড প্যাটার্ন যেমন “qwerty” বা সাধারণ শব্দ যেমন “password”, “secret” ব্যবহার করেন। আবার কিছুটা ভিন্নতা আনতে কেউ লেখেন “Password” বা “password1”, কিন্তু নিরাপত্তার দিক থেকে তাতে খুব একটা লাভ হয় না। হ্যাকারদের পক্ষে এসব ধরতে সময় লাগে না বললেই চলে।
একটি নিরাপদ পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
নরডপাসের পরামর্শ অনুযায়ী, একটি শক্তিশালী পাসওয়ার্ড অন্তত ২০ অক্ষরের হওয়া উচিত, যাতে বড় হাতের ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন (যেমন @, #, $, %) অন্তর্ভুক্ত থাকে। গুগল ক্রোমের মতো কিছু ব্রাউজার এখন স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ পাসওয়ার্ড সাজেস্ট করে, যা ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে।
একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না
নরডপাস আরও সতর্ক করে বলছে, কখনোই একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয়। কারণ একটি অ্যাকাউন্ট হ্যাক হলে একই পাসওয়ার্ড ব্যবহৃত অন্যান্য অ্যাকাউন্টও হুমকির মুখে পড়ে।
ডিজিটাল নিরাপত্তা সচেতনতা এখন সময়ের দাবি। বিশ্বজুড়ে যেভাবে হ্যাকিং ও ডেটা লিক বাড়ছে, তাতে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস গড়তে হবে এখনই। সাইবার ঝুঁকি হ্রাসে সচেতনতা আর সদিচ্ছাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।
সূত্র:https://tinyurl.com/z4znsc3y
আফরোজা