
ছবি: জনকন্ঠ
আজ রবিবার ফরিদপুর জেলা পশ্চিম খাবাসপুর মওলানা আব্দুল আলী সড়কে যৌথবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করে নকল ঔষধ ও প্রসাধনী সামগ্রী।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন নামের ঔষধ এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধন সামগ্রী ভেজাল কেমিক্যাল দিয়ে তৈরি করে বাজারে বিক্রি করছে। এই অভিযানে যৌথ বাহিনীর সাথে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফরিদপুর, রোকনুজ্জামান ড্রাগ সুপার, ফরিদপুর ও আরো উপস্থিত ছিলেন মিডিয়াকর্মীরা।
অভিযানে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, কারখানার মালিকের সঠিক কাগজপত্র না থাকায় তার উৎপাদিত পণ্যগুলো অবৈধ বলে প্রমাণিত হয়। তাই উদ্ধারকৃত নকল ঔষধ এবং ভেজাল কেমিক্যাল দ্বারা তৈরি প্রসাধন সামগ্রী গুলোকে জব্দ করা হয়েছে।সেই সাথে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মচারীকে এক মাসের সাজা প্রদান করা হয়।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন নামের ঔষধ জব্দ করা হয়। সেই সাথে নকল প্রসাধনী সামগ্রী সাবান, শ্যাম্পু, লোশন, ওষুধ জব্দ করা হয়।
Mily