ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বাউফল থেকে বিশ্বজয়ের পথে

নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ০০:৫৯, ৭ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৩০, ৭ জুলাই ২০২৫

বাউফল থেকে বিশ্বজয়ের পথে

বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পা ফেলেছেন এক বাংলাদেশি তরুণ, যার শিকড় বাউফলের মাটিতে। নাম আবুল কালাম। পটুয়াখালীর বাউফল উপজেলার এই স্বপ্নবাজ যুবক এরইমধ্যে ভ্রমণ করেছেন বিশ্বের ২১টি দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিজ্ঞতার ঝুলি যেমন সমৃদ্ধ, তেমনি তার জীবনের গল্পও রোমাঞ্চে ভরপুর।

আবুল কালামের শৈশব কেটেছে বাউফলের গ্রামীণ পরিবেশে। সেখান থেকেই তার চোখে জেগে ওঠে পৃথিবী দেখার স্বপ্ন। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে গড়েছেন একজন পরিশ্রমী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে। কঠোর পরিশ্রম আর আত্মনির্ভরতায় নিজেকে প্রস্তুত করে তিনি একে একে পাড়ি জমিয়েছেন বিভিন্ন মহাদেশের দেশগুলোতে।

আবুল কালাম যেসব দেশ ভ্রমন করেছেন তার মধ্যে হচ্ছে, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, কাতার,কুয়েত, উজবেকিস্তান, তাজিকিস্তান, চায়না, সিংগাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, কোম্বোডিয়া, লাউস, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। এসব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন তুলে ধরেছেন তার ফেসবুক প্রোফাইলে। ভ্রমণের প্রতিটি মুহূর্ত আবুল কালাম শেয়ার করেন তার সামাজিক মাধ্যমে। প্রতিটি দেশের স্থানীয় সংস্কৃতি, মানুষের ব্যবহার, খাবার, নিরাপত্তা ও খরচ বিষয়ে বিশ্লেষণমূলক ভিডিও এবং পোস্ট করেন তিনি। এর মাধ্যমে তরুণদের মাঝে বিশ্ব ভ্রমণের আগ্রহ ও সাহস জাগিয়ে তুলছেন।

তার ফেসবুক প্রোফাইল: Abul Kalam Facebook

ভবিষ্যতে আরও ৫০টিরও বেশি দেশ ভ্রমণের ইচ্ছা রয়েছে আবুল কালামের। তার স্বপ্ন, বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরা একজন ঘোরাঘুরিপ্রেমী, সংস্কৃতিবান এবং বন্ধুত্বের বার্তাবাহক হিসেবে।

আবুল কালামের এই যাত্রা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি প্রেরণার গল্প—যা প্রমাণ করে প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্বজয় সম্ভব। তার পথচলা তরুণ প্রজন্মকে দেখায়, সুযোগ না থাকলেও সংকল্প থাকলে স্বপ্ন ছোঁয়া যায়।

আঁখি

×