ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

আরে কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই

প্রকাশিত: ২২:৩৬, ৬ জুলাই ২০২৫

আরে কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই

ছবিঃ সংগৃহীত

“আরে কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই”—রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত বলেন, ‘আমরা কি জানি না, গত ১৬ বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল? আপনাদের ব্যবসা কেমনে ছিল? আমরা সব জানি। কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই। আমাদের লুটপাটের ব্যাংক নাই, যেটা আমরা হারাব। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের। আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দেব।’

রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পথযাত্রা শেষে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1AYveXoWHB/

ইমরান

আরো পড়ুন  

×