ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কারবালার আদর্শেই অনুপ্রাণিত জামায়াত: উত্তরায় আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ২৩:২৭, ৬ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৩০, ৬ জুলাই ২০২৫

কারবালার আদর্শেই অনুপ্রাণিত জামায়াত: উত্তরায় আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবিঃ সংগৃহীত

পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তরা পূর্ব থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল।

রবিবার (৬ জুলাই) বিকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর ও ঢাকা মহানগরী মজলিসে শূরার সদস্য মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল।

বক্তারা বলেন, আশুরা শুধু শোকের দিন নয়, এটি সত্য ও ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়ের প্রতীক। কারবালার ময়দানে ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবার যে আত্মত্যাগ করেছেন, তা যুগে যুগে সকল সংগ্রামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকের সমাজেও সত্য, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আশুরার শিক্ষা অনুসরণীয়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস কারবালার আদর্শেরই ধারাবাহিকতা। বিভিন্ন দুঃসময়ে এই সংগঠনের বহু নেতাকর্মী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, সহ্য করেছেন কারাবরণ, নির্যাতন ও শাহাদাত। এই আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবের অংশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাজালিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. কামরুল ইসলাম শাহীন এবং মহানগরী শূরা সদস্য মাহবুবুল আলম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সুলতান আহাম্মেদ, কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

ইমরান

আরো পড়ুন  

×