
ছবিঃ সংগৃহীত
মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো।
রবিবার (৬ জুলাই) রাতে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এনসিপির দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি মাওলানা ভাষানীকে স্মরণ করে বলেন, “এখান থেকেই ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন তিনি। আমাদের যদি নদীর হিস্যা, পানির হিস্যা বুঝে নিতে হয়, আমাদের সীমান্তকে যদি রক্ষা করতে হয়, তবে এই রাজশাহী শহর থেকেই লংমার্চ করবো।”
তিনি আরো বলেন, “যারা এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদের আর কোনো দিন ক্ষমা করবে না। ৫ই আগস্ট আমাদের আন্দোলনে শুধু স্বৈরাচারের পতন ছিল না, এবার আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশকে পুনর্গঠন করা। আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকে জয় করবো। জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব জয় হবে। কিন্তু তার আগে সংস্কারের সুরাহা হতে হবে, বিচারের সুরাহা হতে হবে। হাসিনার বিচার ও সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই।”
তিনি বলেন, “জুলাই সনদ ঘোষণা করতে হবে। যারা বলে জুলাই কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, যারা জুলাই আন্দোলনকে সংবিধানের জায়গা দিতে চায় না, যারা জুলাইকে কোনো আইন কাঠামোর মধ্যে জায়গা দিতে চায় না—তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা নিজেদেরকে মুজিববাদের পাহারাদার হিসেবে ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
পথসভায় উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়াসহ কেন্দ্রীয় নেতারা। তারাও সমাবেশে বক্তব্য দেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী নগরীর রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি নগরের রেলগেট থেকে শুরু হয়ে নিউমার্কেট–রানীবাজার–সাগরপাড়া–আলুপট্টি–সাহেববাজার–রাজশাহী কলেজ–সিটি কলেজ–বাটার মোড়–গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভায় মিলিত হয়।
এদিকে, এনসিপির পদযাত্রা নিয়ে আগে থেকেই বাড়তি সতর্ক অবস্থান নেয় পুলিশ। নগরীজুড়ে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, “জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা উপলক্ষে রাজশাহী নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পদযাত্রা সম্পন্ন হয়েছে।”
ইমরান