
ছবি: সংগৃহীত।
আপনার পুরোনো ফেসবুক আইডিটা হারিয়ে গেছে? ফোন নম্বর, ইমেইল কিংবা পাসওয়ার্ড—কোনটিই আর মনে নেই? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সমাধান! সামান্য কিছু ধাপে আপনি খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া আইডিটি পুনরুদ্ধার করতে পারেন।
ধাপ ১: ব্রাউজারে ফেসবুক খুলুন
- মোবাইলের Chrome ব্রাউজারে যান
- সার্চ বারে লিখুন: m.facebook.com
- ওপেন হলে ব্রাউজারের থ্রি-ডট মেনুতে গিয়ে “Desktop Site” চালু করে দিন
ধাপ ২: "Forgotten Password" অপশনে যান
- “Forgotten Password” বেছে নিয়ে ফোন নম্বর বা ইমেইল দিয়ে সার্চ করুন
- যদি আইডিটি পেয়ে যান, তাহলে খুব সহজেই পরবর্তী ধাপে এগিয়ে যান
- নম্বর বা ইমেইল মনে না থাকলে, পুরোনো নাম দিয়ে সার্চ করুন
ধাপ ৩: আইডি চিনে নিন
- নাম সার্চ করলে ফেসবুক আপনার মতো কিছু আইডি দেখাবে
- সেখান থেকে আপনার নিজের আইডিটি খুঁজে বের করে “This is my account” অপশনে ক্লিক করুন
ধাপ ৪: রিকভারি পদ্ধতি বেছে নিন
- ফেসবুক আপনাকে OTP পাঠাতে চাবে—হয় হোয়াটসঅ্যাপ, মেসেজ অথবা ভিডিও ভেরিফিকেশন
- যদি পূর্বে NID দিয়ে আইডি ভেরিফাই করে থাকেন, তাহলে ভিডিও ভেরিফিকেশন করাও সম্ভব
ধাপ ৫: কোড দিন এবং আইডি ফিরে পান
- কোড ইনপুট করে “Continue” চাপুন
- “Trust this device” অপশনে ক্লিক করে ফেসবুক হোমপেজে প্রবেশ করুন
সতর্কতা
- বারবার ভুল চেষ্টা করবেন না—ফেসবুক তা স্প্যাম হিসেবে নিতে পারে
- বিভিন্ন নামে, ইংরেজি-বাংলা মিলিয়ে সার্চ করে দেখুন
- প্রতিটি ধাপে আপনার নাম ও তথ্যের মিল গুরুত্বপূর্ণ
বিশেষ টিপস:
- ফেসবুকের ইন্টারফেস সময় অনুযায়ী কিছুটা পরিবর্তন হতে পারে
- ভিডিও কল ভেরিফিকেশন ফিচার বর্তমানে কেবল নির্দিষ্ট ভেরিফাইড আইডি-র ক্ষেত্রেই কার্যকর
নুসরাত