ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ল্যাপটপ গরম হলে শরীরের যেসব ক্ষতি হয়, জানলে অবাক হবেন

প্রকাশিত: ০৩:১৬, ৬ জুলাই ২০২৫

ল্যাপটপ গরম হলে শরীরের যেসব ক্ষতি হয়, জানলে অবাক হবেন

ব্যক্তিগত প্রয়োজন কিংবা অফিসের কাজে দীর্ঘসময় ল্যাপটপ ব্যবহার এখন নিত্যদিনের অভ্যাস। কিন্তু অনেক সময় ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়। গরম আবহাওয়া, ভেতরের শীতলীকরণ যন্ত্রের ত্রুটি কিংবা চার্জ দিতে দিতে ব্যবহারের ফলে ল্যাপটপের তাপমাত্রা বেড়ে যায়। এতে ল্যাপটপের ক্ষতির পাশাপাশি ব্যবহারকারীর শরীরেও দেখা দিতে পারে নানা স্বাস্থ্যসমস্যা।

ল্যাপটপের অতিরিক্ত তাপে কী ধরনের সমস্যা হতে পারে?

  • ল্যাপটপ দীর্ঘসময় গরম অবস্থায় ব্যবহার করলে ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে। এতে হাত ও উরুর ত্বকে ফুসকুড়ি বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে।
  • কোলে রেখে ল্যাপটপ ব্যবহারের কারণে তাপ সরাসরি পায়ের ত্বকে পৌঁছে গিয়ে ত্বক পুড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে।
  • অনেকে আরাম করতে গিয়ে সোফা বা বিছানায় ল্যাপটপ রাখেন এবং বাঁকা হয়ে ব্যবহার করেন। এতে পিঠ, ঘাড় ও মেরুদণ্ডের ব্যথা দেখা দেয়।
  • ল্যাপটপের অতিরিক্ত তাপে স্নায়ুর উপরও চাপ পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।

অতিরিক্ত তাপ থেকে নিজেকে রক্ষা করতে যা করবেন

  •  ল্যাপটপের নিচে কুলিং প্যাড ব্যবহার করুন।
  • ল্যাপটপের বাতাস চলাচলের রাস্তা পরিষ্কার রাখুন।
  • প্রয়োজন ছাড়া ল্যাপটপ চার্জ করবেন না। অতিরিক্ত চার্জ ব্যাটারি গরমের অন্যতম কারণ।
  • টেবিলে ল্যাপটপ রেখে ব্যবহার করুন। না হলে কোলে রাখলে তাপরোধী কাপড় বা কুশন ব্যবহার করুন।
  • ল্যাপটপ বেশি গরম হয়ে গেলে কিছুক্ষণ বন্ধ রাখুন।

বিশেষজ্ঞরা বলছেন, “ল্যাপটপের তাপ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীরও সতর্ক থাকা জরুরি। না হলে প্রযুক্তির এই উপকারিতা এক সময় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হতে পারে।”

মিমিয়া

×