ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কর্ণফুলীতে প্রেমিককে ডেকে নখ তুলে নির্যাতন করলো প্রেমিকার পরিবার

মো. জামশেদুল আলম, চট্টগ্রাম 

প্রকাশিত: ১০:৪৩, ৬ জুলাই ২০২৫

কর্ণফুলীতে প্রেমিককে ডেকে নখ তুলে নির্যাতন করলো প্রেমিকার পরিবার

ছবি- দৈনিক জনকণ্ঠ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় এক যুবক ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। প্রাক্তন প্রেমিকার ফোনে ডেকে এনে তাকে চোখ, হাত ও পা গামছা দিয়ে বেঁধে বেধড়ক মারধরের পর তুলে নেওয়া হয়েছে তার হাত ও পায়ের নখ—এমন অমানবিক ঘটনার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকার একটি ভাড়া বাসায় মধ্যযুগীয় কায়দায় এই নির্যাতনের ঘটনা ঘটে। গুরুতর আহত মো. আলমগীর (২৫) স্থানীয় পুতা বেচার বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং পেশায় বাস চালক।

আলমগীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আগে এক গার্মেন্টসকর্মী (২৩) নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ছেলের পরিবার সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার তাতে আপত্তি জানায়। একপর্যায়ে সম্পর্ক ভেঙে গিয়ে আলমগীর অন্যত্র বিয়ে করেন, তবে মেয়েটির সঙ্গে তার যোগাযোগ কিছুটা রয়ে যায়।

শুক্রবার রাতে মেয়েটির ফোনে ডেকে নেওয়া হয় আলমগীরকে। পরদিন দুপুরে ওই নারী ও তার পরিবারের সদস্যরা—মা, দুই ভাই, দুই বোন এবং তাদের স্বামীদের সহায়তায় তাকে আটক করে চোখ ও হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। এরপর তার আঙুল ও পায়ের নখ তুলে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আলমগীর। তার ভাই জসিম উদ্দিন বলেন, “আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে আইনের কাছে সোপর্দ করত। কিন্তু এভাবে নিজেরাই আইন হাতে তুলে নিয়ে যে অমানবিক নির্যাতন করেছে, তা ভাবতেও শিউরে উঠছি।”

হাসপাতালের শয্যায় শুয়ে আলমগীর বলেন, “আমি বুঝিনি ওই ফোনকলটি আমার জন্য ফাঁদ হবে। তার মা, ভাই, বোন সবাই মিলে আমাকে এমনভাবে মেরেছে, নখ তুলে নিয়েছে—এটা ভাবলেই ভয় লাগে।”

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নোভা

×