
দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ জাসদ। রবিবার (৬ জুলাই) এক বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “বাংলাদেশ জাসদ দৃঢ়ভাবে মনে করে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের ঘটনাগুলো কোনভাবেই স্বতঃস্ফূর্ত জনরোষ নয়। বরং এগুলো পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল দেখিয়ে আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায়।
সম্প্রতি ফরিদপুরে হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের বাড়িতে হামলা, পটিয়া ও পাটগ্রাম থানায় নৈরাজ্য, কুমিল্লার মুরাদনগরে মব দিয়ে বাড়ি ঘেরাও করে মা ছেলে সহ ৩ জনকে হত্যা সহ লালমনিরহাট, মাগুরা ও ঢাকার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের ঘটনা এই ষড়যন্ত্রের সুস্পষ্ট প্রমাণ। এসব ঘটনায় মানুষ বিচার বহির্ভূত হামলার শিকার হচ্ছেন, সম্পদ নষ্ট হচ্ছে, আর রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাসদ স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা নির্বাচন পেছাতে চায় ও দুর্নীতি-হত্যা-খুনের বিচারকে বাধাগ্রস্থ করতে চায় তারাই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত।
জনগণকে বিভ্রান্ত করতে এবং সংবিধানবিরোধী কোনো কার্যকলাপের পথ সুগম করতে মব ভায়োলেন্সকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি। বাংলাদেশ জাসদ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, এ ধরনের পরিকল্পিত ষড়যন্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। একইসঙ্গে জনগণকে আহ্বান জানাচ্ছে, ষড়যন্ত্রকারীদের কোনো প্ররোচনায় পা না দিতে এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লক্ষ্যে দৃঢ় থাকতে।
বাংলাদেশ জাসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং কোনো ষড়যন্ত্রের কারণে তা বিলম্বিত হতে দেওয়া হবে না।”
রিফাত