ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নদীর তীরে এক নিঃশব্দ ভাবনা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:০৮, ৬ জুলাই ২০২৫

নদীর তীরে এক নিঃশব্দ ভাবনা

ছবি: নিঃশব্দ দৃষ্টিতে চর মিয়াজানের রহিম মিয়া

নদীর পাড়ে বসে থাকা এই মানুষটি যেন সময়ের গভীরে ডুবে আছেন। মুখে না বললেও চোখের দৃষ্টিতে রয়েছে হাজারো গল্প—জীবনের ক্লান্তি, সংগ্রাম আর স্বপ্নের রূপরেখা। নদী যেমন তার ঢেউয়ের ভাষায় গল্প বলে, তেমনি এই মানুষটিও নিশ্চুপ বসে বলে চলেছেন নিজের জীবনচিত্র।

তার পোশাকের ভাঁজে জমে আছে শ্রমের গন্ধ, গায়ের রঙে সূর্যের দহন। হয়তো একজন জেলে, নৌচালক বা নদীভিত্তিক জীবিকা নির্বাহকারী। নদীই তার বন্ধু, নদীই তার জীবন। আর এই নিরব মুহূর্তটি তার চিন্তার সময়—পরিবারের ভবিষ্যৎ, কালের টানাপোড়েন, কিংবা আজকের দিনে মাছ পাওয়া যাবে কি না—সব কিছুই মিশে আছে এই নিঃশব্দ দৃষ্টিতে।

পেছনে ভেসে থাকা ড্রেজার ও নৌযানগুলো যেন আধুনিকতার প্রতিচ্ছবি, আর সামনে বসে থাকা এই মানুষটি প্রকৃতি ও বাস্তবতার সংযোগসেতু। উন্নয়ন আর জীবনের চিরন্তন টানাপোড়েনের মাঝে এক নিরব সাক্ষী হয়ে আছেন তিনি।

এই ছবিটি শুধু একটি মানুষকে নয়, পুরো একটি জীবনের দর্শনকে ধারণ করে রেখেছে—নদীর মতোই গভীর, শান্ত, কিন্তু অন্তরে তীব্র গতিশীল। 

আসিফ

×