ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

স্লো ফোন? এই ১০টি উপায়েই হয়ে যাবে আগের মতো ফাস্ট!

প্রকাশিত: ২১:৫৬, ৫ জুলাই ২০২৫

স্লো ফোন? এই ১০টি উপায়েই হয়ে যাবে আগের মতো ফাস্ট!

ছবি: সংগৃহীত।

আপনার স্মার্টফোন কি দিন দিন ধীরে কাজ করছে? অ্যাপ খুলতে সময় নিচ্ছে, বারবার হ্যাং করছে, চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? অনেকেই ভাবেন, বুঝি ফোনটাই পুরোনো হয়ে গেছে! কিন্তু বাস্তবে ছোট কিছু টিপস মেনে চললেই আপনার স্লো ফোন আবার হয়ে উঠতে পারে আগের মতো দ্রুত ও স্মার্ট।

ফোন বদলানোর আগে একবার দেখে নিন—এই ১০টি সহজ ট্রিকস আপনার ফোনের স্পিড বাড়াতে কতটা সাহায্য করতে পারে!

১. ফোনটি রিস্টার্ট করুন

অনেকদিন ধরে ফোন বন্ধ না করলে র‍্যামে জমে থাকা অপ্রয়োজনীয় ডেটা ফোন স্লো করে দেয়। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করুন।

২. ক্যাশ ক্লিয়ার করুন

অ্যাপ ব্যবহার করতে করতে অনেক ক্যাশ জমে যায়। সেটিংসে গিয়ে “Storage > Cached Data” থেকে ক্যাশ মুছে দিন।

৩. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন

ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ বা গেম অনেক র‍্যাম ও ব্যাটারি খরচ করে। অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলুন।

৪. হালকা ভার্সনের অ্যাপ ব্যবহার করুন

Facebook Lite, Messenger Lite, Google Go-এর মতো হালকা ভার্সনের অ্যাপ ব্যবহার করলে ফোন কম চাপ খায়।

৫. অটো-সিঙ্ক ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন

অনেক অ্যাপ পেছনে পেছনে ডেটা সিঙ্ক করে ফোন স্লো করে দেয়। “Settings > Battery > Background activity” থেকে বন্ধ করুন।

৬. লাইভ ওয়ালপেপার বাদ দিন

চলমান ওয়ালপেপার বা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ফোনকে ধীর করে তোলে। স্ট্যাটিক ছবি ব্যবহার করুন।

৭. অ্যানিমেশন স্কেল কমিয়ে দিন

ডেভেলপার অপশনে গিয়ে Window/Transition Animator Scale কমিয়ে দিন। এতে ফোনের স্ন্যাপিনেস বাড়বে।

৮. অ্যাপ আপডেট রাখুন নিয়মিত

পুরোনো ভার্সনের অ্যাপে বাগ থাকতে পারে। সবসময় অ্যাপগুলো আপডেট রাখুন।

৯. ফাইল ক্লাউডে ব্যাকআপ নিয়ে ফোন থেকে সরান

ফোনের মেমোরি ফুল হলে স্পিড কমে যায়। ছবি-ভিডিও ক্লাউডে রেখে ফোন থেকে ডিলিট করুন।

১০. সিস্টেম আপডেট দিন বা ফ্যাক্টরি রিসেট বিবেচনা করুন

সফটওয়্যার আপডেট ফোনকে আরও স্মার্ট করে। আর সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হতে পারে ফ্যাক্টরি রিসেট (ব্যাকআপ রেখে করবেন অবশ্যই)।


ফোন ধীরগতি মানেই যে তা বাতিল করার সময় হয়ে গেছে, তা নয়! একটু সচেতনতা আর ছোট কিছু টিপস আপনাকে আবার উপহার দিতে পারে আগের মতো ফাস্ট ফোনের অভিজ্ঞতা। এখনই চেষ্টা করে দেখুন—ফোন নয়, বদলান আপনার ব্যবহার!

নুসরাত

×