
ছবি: সংগৃহীত
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আজ, ৬ জুলাই ২০২৫, রবিবার, মহররম মাসের ১০ তারিখ, সারা বিশ্বের মুসলিম উম্মাহ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছে। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে এই দিনটি মুসলিম ইতিহাসে এক বিশেষ তাৎপর্য বহন করে।
হিজরি ৬১ সনে (৬৮০ খ্রিস্টাব্দ) এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগ মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়।
পবিত্র আশুরা শুধু কারবালার ঘটনার জন্যই নয়, ইসলামের ইতিহাসে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি বিজড়িত এই দিন। এই দিনেই হযরত নূহ (আ.)-এর মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার, হযরত ইউনুস (আ.)-এর মাছের পেট থেকে মুক্তি পাওয়ার, হযরত মূসা (আ.)-এর ফেরাউনের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার এবং হযরত আইয়ুব (আ.)-এর রোগমুক্তির ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়।
আশুরার দিনে সুন্নি মুসলিমরা নফল রোজা রাখেন এবং নফল ইবাদত করেন। অন্যদিকে, শিয়া মুসলমানরা শোক মিছিল, মাতম ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগকে স্মরণ করেন।
এই দিনটি বাংলাদেশে সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনটি মুসলিম সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার বার্তা নিয়ে আসে।
সাব্বির