
ছবি:সংগৃহীত
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্রসমাজের স্লোগান ছিল "We Want Justice"। জুলাইয়ের সেই ন্যায়ের বাস্তবায়ন কেবলমাত্র আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনে সম্ভব হবে। রাষ্ট্র, জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পৃষ্ঠপোষকতা করবে। তিনি আরও বলেন, "যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে, তাহলে আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের জাতীয় মর্যাদা প্রদান এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করব।"
রোববার (৬ জুলাই) দুপুরে, লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময়, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন। জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
মারিয়া