
ছবি: বাঁশখালীতে থানা পুলিশের অভিযানে আটক চারজন
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা মামলার নিয়মিত এজাহারনামীয় আসামি উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিনসহ চারজনকে গ্রেফতার করেছে। তাছাড়া গ্রেফতার জামাল উদ্দিন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। এ অভিযানে সাজাপ্রাপ্ত দুইজনসহ ধর্ষণ ও মাদক মামলার পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত থেকে সোমবার (৭ জুলাই) সকাল পর্যন্ত বৈলছড়ি, পুইছড়ি, কালিপুর ইউনিয়ন ও পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় এক মাদককারবারির বাড়ি হতে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদও উদ্ধার করে পুলিশ। এদিকে সোমবার (৭ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)। তিনি পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা। পুলিশ তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করে। পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আতাউল করিম। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা। জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ৪ আগস্ট চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম আসামি মোঃ জামাল উদ্দিন ওরফে জামাল মেম্বার (৩৬) কে নিজ বাড়ি হতে আটক করা হয়। তিনি বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সভাপতি ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। অপরদিকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিক আহমদ (৫২) কেও গ্রেফতার করে পুলিশ। কালিপুর ইউপির কোকদণ্ডী এলাকার বাসিন্দা সে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি ও বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিনসহ সাজাপ্রাপ্ত দুইজন ও এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তাঁতীলীগ সভাপতির বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আফরোজা