ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পটিয়া থানার নতুন ওসি নুরুজ্জামান, থানা ছাড়ছেন আরও ১ এসআই

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৬:২০, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৫০, ৭ জুলাই ২০২৫

পটিয়া থানার নতুন ওসি নুরুজ্জামান, থানা ছাড়ছেন আরও ১ এসআই

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন পাশ্ববর্তী চন্দনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান। এর আগে একই থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা পটিয়া থানায় যোগদান করেন।

গত মঙ্গলবার রাতে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে বৈষম্যবিরোধী ছাত্ররা আটক করে পটিয়া থানায় সোর্পদ করা নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যায়। পটিয়া থানার ওসি জায়েদ নুর বৈষম্যবিরোধী ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় আহত হন ১৫জনেরও বেশি ছাত্র।

ঘটনার পরেরদিন সকালে ছাত্ররা থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় দীর্ঘ ৮ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। ছাত্রদের একটাই দাবি ছিল পটিয়া থানার বিতর্কিত ওসি জায়েদ নুর, এসআই মোহাম্মদ আসাদ ও অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলামকে প্রত্যাহারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

ইতোমধ্যে ছাত্রদের আলটিমেটামের প্রেক্ষিতে বিতর্কিত ওসি জায়েদ, এসআই আসাদকে পটিয়া থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওসি জায়েদ নুরকে প্রত্যাহার ও এসআই আসাদকে মিরসরাই থানায় বদলি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেখা গেছে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় ও বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ারকে চন্দনাইশ থানায় তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিকাশ চৌধুরী/রাকিব

×