ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রস্তাব বিশৃঙ্খলার ষড়যন্ত্র

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

প্রকাশিত: ১৬:১৮, ৭ জুলাই ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রস্তাব বিশৃঙ্খলার ষড়যন্ত্র

বাংলাদেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার প্রস্তাবকে ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

রবিবার সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলছে। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সুপারিশ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সমস্ত দলের কোনো নেতাই এ পর্যন্ত মেম্বার হতে পারেননি। যারা নিজেরা মেম্বার হতে পারেনি, তারা পুরো সিস্টেম বদলাতে চায় এটা বাংলাদেশে সম্ভব নয়।

আবুল খায়ের ভুঁইয়া আরও বলেন, ১৬-১৭ বছর আন্দোলন করতে গিয়ে বিএনপির বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। স্বৈরশাসকের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল বিএনপি। কেউ যদি কাল্পনিক দাবি তুলে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সেই সুযোগ নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানসহ সবাইকে উদ্ভট ও কাল্পনিক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। দেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচন করে, সেটিই স্বচ্ছ, নিরাপদ এবং মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেজন্যই আমরা সরকারকে সহযোগিতা করছি, তবে এই সহযোগিতা দীর্ঘস্থায়ী হবে না।

গণতন্ত্রের প্রশ্নে বিএনপির অবস্থান তুলে ধরে খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, এই দেশের মানুষ খালি হাতে রাস্তায় বুক পেতে দিতে পারে। তাদের ভয়ভীতি দেখানোর কোনো কারণ নেই। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করছেন। তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, জামাল হোসেন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

আফরোজা

×