ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

১০ই মহররম: আত্মত্যাগ, শিক্ষা ও মানবতার মহান দিন

সোলায়মান, কান্ট্রিবিউটিং রির্পোটার, নাগরপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৬:১৪, ৬ জুলাই ২০২৫

১০ই মহররম: আত্মত্যাগ, শিক্ষা ও মানবতার মহান দিন

ছবি: সংগৃহীত

আজ পবিত্র ১০ই মহররম, ইসলামী বর্ষপঞ্জির এক স্মরণীয় দিন, যা মুসলিম উম্মাহর জন্য গভীর শোক, আত্মত্যাগ ও শিক্ষার বার্তা বহন করে। এই দিনটি মুসলমানদের হৃদয়ে বিশেষ মর্যাদাপূর্ণ, কারণ এটি কেবল কারবালার মর্মান্তিক ঘটনার স্মারকই নয়, বরং মানবতার শিক্ষা, সত্যের জন্য আত্মোৎসর্গ এবং ন্যায়ের সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত।

১০ই মহররম ৬১ হিজরিতে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামে প্রাণ উৎসর্গ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজন। অন্যায়ের সঙ্গে আপোষ না করে সত্যের পথে অবিচল থাকার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। ইমাম হোসাইনের আত্মত্যাগ আজও মানবতার পথপ্রদর্শক। তাঁর এই বলিদান শুধু মুসলিম সমাজের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে ন্যায়ের প্রতি অনুগত থাকার এক মহান বার্তা।

১০ই মহররমের দিনটি ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ। এ দিনে রোজা রাখার কথা সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ (সা.) এই দিনের রোজাকে বিগত এক বছরের গুনাহ মোচনের মাধ্যম বলে উল্লেখ করেছেন।

এই দিন মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও প্রার্থনার দিন। অনেক মুসলমান এ দিনটি ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া এবং দান-খয়রাতে কাটান।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, মিলাদ মাহফিল, কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীও কঠোর নজরদারিতে রয়েছে। বিশেষ করে রাজধানীর হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল প্রতি বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এ মিছিলে অংশগ্রহণকারীরা ইমাম হোসাইনের স্মরণে বুক চাপড়ে, ‘হায় হোসাইন’ ধ্বনি তুলে শোক প্রকাশ করেন।

১০ই মহররম আমাদের শেখায় অন্যায়ের কাছে কখনও মাথা নত করা যাবে না। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। মানবতার কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত থাকতে হবে।

আজকের দিনে আমাদের প্রত্যয় হোক—হিংসা, হানাহানি, স্বার্থপরতা পরিহার করে শান্তি, সম্প্রীতি ও মানবতার পতাকা উঁচিয়ে ধরা। ১০ই মহররম শুধু ইতিহাসের একটি তারিখ নয়, এটি সত্য ও ন্যায়ের প্রতি অঙ্গীকারের প্রতীক। ইমাম হোসাইনের (রা) আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের পথ দেখাক।

রাকিব

×