ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আজ পবিত্র আশুরা

মোঃ শাহীন আলম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ২৩:৩৩, ৫ জুলাই ২০২৫

আজ পবিত্র আশুরা

ছবি: সংগৃহীত

ইসলামের ইতিহাসে এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে রয়েছে ইতিহাসের বহু ঘটনার স্মৃতি, রয়েছে রোজা, তাওবা ও ইবাদতের অশেষ ফজিলত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "আমি আল্লাহর উপর ভরসা করে আশা করি যে, আশুরার রোজা গত এক বছরের গোনাহ মাফ করে দেয়।" (সহিহ মুসলিম: ১১৬২)

আশুরার তাৎপর্যপূর্ণ ঘটনাবলি:

* হজরত মুসা (আ.)-কে ফেরাউনের হাত থেকে মুক্তি দেন আল্লাহ।

* হজরত নুহ (আ.)-এর কিশ্তি নোঙর করে জুদি পাহাড়ে।

* হজরত ইব্রাহিম (আ.) আগুন থেকে নিরাপদে রক্ষা পান।

* কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন ইমাম হোসাইন (রা.)।

এই দিনে করণীয়:

* রোজা রাখা (৯-১০ বা ১০-১১ মহররম)

* বেশি বেশি ইস্তিগফার ও তাওবা দান-খয়রাত করা কুরআন তিলাওয়াত ও নফল ইবাদত

* আশুরার নামে কোনো বিদআত বা অতিরঞ্জিত শোক পালন নয়। সুন্নাহ মোতাবেক পালন করাই শ্রেয়।

আল্লাহ আমাদের সবাইকে আশুরার ফজিলত অর্জনের তৌফিক দিন। আমিন।

আসিফ

×