ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

৬ জুলাই, কী ঘটেছিল এই দিনে?

প্রকাশিত: ১১:৩৪, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৫, ৬ জুলাই ২০২৫

৬ জুলাই, কী ঘটেছিল এই দিনে?

৬ জুলাই, যা ঘটেছিল এই দিনে

আজ রোববার, ৬ জুলাই ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি।

হিজরি সনের প্রথম মাস মহররম। এ মাসের ১০ তারিখের দিনকে আশুরা বলে। এই দিনের একটি শোকাবহ ঘটনা হলো ইরাকের কারবালার প্রান্তরে হজরত হুসাইন (রা.)-এর শাহাদত বরণের ঘটনা। যা মুসলিম জাতির জন্য অনেক দুঃখজনক বিষয়।

১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।

১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।

১৮৮৫ - বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন।

১৮৯২ - দাদাভাই নওরোজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।

১৯১৯ - বিশ্বের প্রথম বিমান 'ব্রিটিশ আর-৩৪' আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে 'জাতির জনক' অভিধা প্রদান করেন।

১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।

১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।

১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।

১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৬৪ - তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালাউই স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।

১৯৭৯ - মিসরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।

১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।

১৯৯৯ - ইসরাইলের পার্লামেন্টে এহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

২০২৩ - তামিম ইকবাল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন, যা পরে প্রত্যাহার করেন।

তাসমিম

×