ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে: প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:১৫, ৬ জুলাই ২০২৫

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে: প্রিন্স

ছবি:সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। শহীদ জিয়া সংবিধানে "বিসমিল্লাহির রাহমানির রহিম" ও "সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস" সংযোজন করেছিলেন। অথচ ইসলামের নামে রাজনীতি করা একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে।

রবিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো হলে ওলামা দলের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া রবিবার সকালে তিনি একই স্থানে উপজেলা, ইউনিয়ন ও কলেজ ছাত্রদল এবং দুপুরে উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।

ওলামা দলের মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে, ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খারাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।

তিনি আলেম ওলামাদের বিএনপির পতাকাতলে সমবেত করার আহবান জানিয়ে বলেন, আলেম ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। তিনি প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে ওলামা দলের সংগঠন মজবুত করার আহবান জানান। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্য নতুন ইস্যু নিয়ে এসে জটিলতা সৃষ্টি করতে চায় এবং নির্বাচন বিলম্বিত করতে চায়।

তিনি বলেন, ভোটের সংখ্যানুপাতে সংসদের আসন তথা পিআর পদ্ধতির নির্বাচনের ধুয়া তুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হচ্ছে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে যেমন জনগণের অধিকার হরণ হয়, তেমনি দেশে আবার দলীয় কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েমের পথ প্রশস্ত হবে। প্রতিষ্ঠার পর থেকে বর্ণচোরার মতো আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তিকে বাতাস দেয়াটা দলের হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হওয়ার পেছনে এক ধরনের ষড়যন্ত্র রয়েছে। নির্বাচনে যারা ভরাডুবি হবে, তারা পিআর পদ্ধতিতে ভোট চায়। যারা বলে বিএনপি শুধু নির্বাচন করছে, জনগণ ও নির্বাচনকে তারা ভয় পায়। সেজন্য তারা নির্বাচন বিলম্বিত করতে কুট-কৌশল করছে। বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায় না। বিএনপি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশের স্থিতিশীলতা ও শান্তি, নিরাপত্তা এবং জন আকাঙ্ক্ষা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে দ্রুত নির্বাচন চায়। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করতে চায়।

তিনি নেতাকর্মীদের প্রতি গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপি বিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সে দিকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, নেতাকর্মীদের তারেক রহমানের একত্রিশ দফা ও জনকল্যাণে আগামী দিনের কর্মসূচি জনগণকে অবহিত করতে হবে।

জেলা ওলামা দলের আহবায়ক মওলানা মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মওলানা আলী আকবর, সদস্য সচিব মওলানা শামীম হাসান, মওলানা ওবায়দুল্লাহ, মওলানা হাবিবুর রহমান, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের হাফেজ সাদ্দাম হোসেন, গামারীতলা ইউনিয়নের মওলানা বাহলুল হোসেন বক্তব্য রাখেন।

 

মারিয়া

×