
ছবি: সংগৃহীত
আজকের ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেট ব্যবহার যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে সাইবার অপরাধের ঝুঁকিও। প্রতিদিন আমরা এমন কিছু অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ছি, যা আমাদের অজান্তেই সাইবার অপরাধীদের হাতে তুলে দিচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ অনলাইন অভ্যাসই হয়ে উঠছে বড় বিপদের কারণ।
চলুন জেনে নিই এমন ৫টি অভ্যাস, যা সাইবার অপরাধীদের সুযোগ করে দিচ্ছে—
১. একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা
অনেকেই বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন, যাতে মনে রাখা সহজ হয়। কিন্তু এটি একটি মারাত্মক ভুল। একবার যদি একটি প্ল্যাটফর্ম থেকে পাসওয়ার্ড চুরি হয়, তাহলে হ্যাকাররা আপনার অন্য অ্যাকাউন্টেও প্রবেশ করতে পারে।
২. পাবলিক ওয়াই-ফাইয়ে সংবেদনশীল তথ্য আদান-প্রদান
ফ্রি ওয়াই-ফাই ব্যবহার অনেকেরই পছন্দ। কিন্তু এসব নেটওয়ার্ক নিরাপদ নয়। ব্যাংকিং, ই-মেইল বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করলে সেগুলো সহজেই হ্যাক হয়ে যেতে পারে।
৩. অপরিচিত লিংকে ক্লিক করা
ই-মেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় পাওয়া সন্দেহজনক লিংকে ক্লিক করা খুব বিপজ্জনক হতে পারে। এতে আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশ করতে পারে।
৪. সিকিউরিটি আপডেট এড়িয়ে যাওয়া
অনেকেই মোবাইল বা কম্পিউটারের সফটওয়্যার আপডেট করতে অলসতা করেন। অথচ এসব আপডেটের মধ্যেই থাকে গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ, যা আপনার ডিভাইসকে সুরক্ষা দেয়।
৫. সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করা
লোকেশন, জন্মতারিখ, ব্যক্তিগত ছবি— এসব তথ্য সোশ্যাল মিডিয়ায় অহরহ শেয়ার করলে হ্যাকাররা সহজেই আপনার পরিচয় চুরি করতে পারে বা ফিশিং আক্রমণ চালাতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হলে ব্যবহারকারীদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা, এবং সন্দেহজনক লিংক থেকে দূরে থাকাই হতে পারে সাইবার অপরাধ রুখে দেওয়ার প্রথম ধাপ।
আসিফ