ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী।

“যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই”

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা

প্রকাশিত: ২১:৫২, ৬ জুলাই ২০২৫; আপডেট: ২১:৫৮, ৬ জুলাই ২০২৫

“যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই”

নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী।

টুর্নামেন্টকে ঘিরে পিরিজ কান্দি এলাকার ক্রীড়ামোদী জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গুণীজনরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে।

মিমিয়া

×