
কক্সবাজারের উখিয়ার মনখালীতে মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের শিশুকন্যাকে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। ঘটনার পর পুলিশ ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাত সাড়ে ৮টায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু কানিজ ফাতেমা জুতি (৪) একই এলাকার মাদকাসক্ত ধৃত আমান উল্লাহর মেয়ে। গ্রেপ্তারকৃত আমান উল্লাহ (৩৫) স্থানীয় মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে একজন মাদকাসক্ত। বাড়িতে মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে তার ঝগড়া হতো। শনিবার রাতেও মাদকের টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্ত্রী ভয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে আশ্রয় নেয়।
এ সময় ঘরে স্ত্রীকে খুঁজে না পেয়ে ক্ষিপ্ত হয়ে চার বছরের শিশু কন্যা জুতিকে মাথায় হাতুড়ি (হেমার) দিয়ে আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে ঘাতক বাবা মৃতদেহটি বাড়ির পার্শ্ববর্তী খালে ফেলে দেয়।
ওসি আরিফুল ইসলাম আরও বলেন, “রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মিমিয়া