ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর তামিমের!

জোবাইর চৌধুরী, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪৮, ৬ জুলাই ২০২৫; আপডেট: ২২:০৪, ৬ জুলাই ২০২৫

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশখালীর তামিমের!

চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ তামিম (২২) নামে এক তরুণ নিহত হয়েছে। নিহত তামিম একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।

পরিচয় শনাক্তকারীরা জানিয়েছেন, নিহত তামিমের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের জুন্মুল মিয়াজির বাড়ি।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সিইপিজেড ২ নম্বর মাইলের মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত বাইক চালককে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চমেকে পাঠিয়েছে। একই সঙ্গে তারা ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

 

মিমিয়া

×