ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সেনবাগে সাবেক চীফ হুইপ ফারুক

পিআর পদ্ধতি নিয়ে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন

নিজস্ব সংবাদদাতা ,সেনবাগ,নোয়াখালী 

প্রকাশিত: ২০:২৮, ৬ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩০, ৬ জুলাই ২০২৫

পিআর পদ্ধতি নিয়ে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন

ছবি: জনকন্ঠ

"পি আর পদ্ধতিতে ভোট করে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন,জনগণ যাকে চায় তারাই সরকার গঠন করবে" বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

বর্তমান সরকারের উদ্দেশ্যে জনাব ফারুক বলেন, "ড. ইউনুস সাহেব,আমরা আপনার শত্রু নই,লন্ডন বৈঠকের পর ভেবেছিলাম আর ষড়যন্ত্র হবে না,কিন্তু এখন অনেক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র করে লাভ হবে না,বিএনপি এদেশের গণমানুষের দল। নতুন  দলগুলোকে ইঙ্গিত  করে জনাব ফারুক বলেন বিএনপিকে ছোট করে কথা বলবেন না,রাজনীতিতে এসেছেন নিয়ম মেনে সুন্দরভাবে রাজনীতি করেন।"

রবিবার বিকেলে  নোয়াখালীর সেনবাগে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে হরতাল পালনের সময়  তৎকালীন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর এডিসি হারুন ও বিপ্লবের নেতৃত্বে নৃশংস হামলার বিচার ও তাদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর নবী রাজুর যৌথ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। 

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবি এম জাকারিয়া। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন,জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার,  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি,নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো: ইলিয়াস, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দীন লিটন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হাজী জাফর আহম্মদ, সদস্য সচিব মহিন উদ্দিন,   পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলা উদ্দিন সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ। 

জেলা ও উপজেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ২০১১ সালে সংসদ ভবনের সামনে হরতাল পালনের সময় তৎকালীন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক কে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য তৎকালীন পুলিশের এডিসি হারুন ও বিপ্লবের নেতৃত্বে নৃশংস ও অমানবিক নির্যাতনের মূল হোতা এডিসি হারুন ও বিপ্লব কে গ্রেফতার ও বিচার দাবি করেন।

২০১১ সালের ৬ জুলাইয়ের পর প্রতিবছরই সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন রক্তাক্ত জুলাই হিসেবে পালন করে আসছেন,কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।বেলা ৩ টার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে সেনবাগ পৌর শহর।

Mily

আরো পড়ুন  

×