
রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম বলেছেন, “মেধা ও যোগ্যতার ভিত্তিতে তোমাদের নির্বাচিত করা হয়েছে। দেশের মানুষের সেবা করা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা এখন তোমাদের কর্তব্য। দেশের জন্য মন-প্রাণ উজাড় করে কাজ করতে হবে।”
রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে পুলিশ সুপার আরও বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। তোমরা পুলিশের গর্ব হয়ে উঠবে এই প্রত্যাশা আমাদের সকলের।”
অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনিযুক্তদের শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী। এছাড়া রিজার্ভ অফিস ও পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত কনস্টেবলরা ও অতিথিরা একসাথে নৈশভোজে অংশ নেন।
মিমিয়া