
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব সুলাওয়েসির দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রামে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৬৩ বছর বয়সী এক কৃষক শুক্রবার (৪ জুলাই) সকালে নিজের বাগানে গিয়ে আর বাড়ি ফেরেননি। দুই দিন পর তাকে পাওয়া গেল একটি ৮ মিটার (প্রায় ২৬ ফুট) লম্বা পাইথনের পেটের ভেতরে।
স্থানীয় বাসিন্দারা একটি বিশাল পাইথনকে বাগানে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে দেখে সন্দেহ করেন যে এটি কোনো বড় কিছু গিলে ফেলেছে। তারা সাপটিকে মেরে ফেলার পর তার পেট চিরে চমকে উঠেন।সেখানে নিখোঁজ LN নামের কৃষকের নিথর দেহটি পাওয়া যায়।
LN নামের ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হয়। স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে রাস্তার পাশে তার মোটরসাইকেল দেখতে পান। এরপর গ্রামের পাশে তার কুঁড়েঘরের কাছেই পাইথনটিকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
দক্ষিণ বুটনের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BPBD)-এর জরুরি ও লজিস্টিক বিভাগের প্রধান লাউদে রিসাওয়াল জানান, "এটি এই অঞ্চলে পাইথনের দ্বারা মানুষের গিলে ফেলার প্রথম ঘটনা। তবে বর্ষা মৌসুমে সাপের দেখা এখানে প্রায়ই পাওয়া যায়, এবং গবাদিপশু আক্রমণের ঘটনাও আছে।"
এ ঘটনাটি ইন্দোনেশিয়ায় প্রথম নয়। ২০১৭ সালে সুলাওয়েসির সালুবিরো গ্রামে ২৫ বছর বয়সী এক কৃষক আকবর একটি ২৩ ফুট দৈর্ঘ্যের পাইথনের পেটে পাওয়া গিয়েছিলেন, যেটি গ্রামে অস্বাভাবিকভাবে চলছিল। স্থানীয়রা সাপটিকে মেরে তার পেট চিরে আকবরের মৃতদেহ উদ্ধার করেন।
গ্রামের নিরাপত্তা কর্মকর্তা সার্জেন্ট ডিরমান বলেন, সাপের উপস্থিতি ও আক্রমণ বাড়তে থাকায় এখন থেকে বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন বিভাগের সহযোগিতাও চাওয়া হবে।
মুমু ২