ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মরণপণ লড়াইয়ে মেধাবী শিক্ষার্থী মুন্নাছ আলী, প্রয়োজন ৮-৯ লক্ষ টাকার সাহায্য

প্রকাশিত: ২৩:১৬, ৬ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১৭, ৬ জুলাই ২০২৫

মরণপণ লড়াইয়ে মেধাবী শিক্ষার্থী মুন্নাছ আলী, প্রয়োজন ৮-৯ লক্ষ টাকার সাহায্য

(২০২১-২২ সেশন) এর মেধাবী শিক্ষার্থী মো: মুন্নাছ আলী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়ছেন কঠিন এক রোগের বিরুদ্ধে। ভারতের "Max Super Speciality Hospital"-এ তার চিকিৎসা চলমান থাকলেও, থেরাপির শেষ পর্যায়ে এসে দেখা দিয়েছে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া—মাথার খুলি এবং নাকের পাশের হাড় ক্ষয় হয়ে গেছে। বর্তমানে তার অপারেশন প্রয়োজন, যার ব্যয় বাংলাদেশি টাকায় প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা।

মুন্নাছ আলীর পরিবারের সক্ষমতা না থাকায় আর্থিক সাহায্যের প্রয়োজন হয়। দেশে সঠিক চিকিৎসার অভাবে যখন তার জীবনের আশা ক্ষীণ হয়ে আসছিল, তখন চিকিৎসকদের পরামর্শে ভারতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেসময় বন্ধু, শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীদের সহায়তায় শুরু হয় তার চিকিৎসা।

চিকিৎসার এক পর্যায়ে আশার আলো দেখতে শুরু করলেও হঠাৎ করে জটিলতা বেড়ে যায়। থেরাপির কারণে হাড় ক্ষয়ের মতো মারাত্মক সমস্যার মুখোমুখি হন মুন্নাছ। বর্তমানে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, নতুবা জীবনহানির ঝুঁকি বাড়ছে প্রতিদিন।

তবে চিকিৎসার বিপুল খরচ বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব। বন্ধুরা যতটা পেরেছে সহযোগিতা করেছে, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন আরও বড় পরিসরে মানবিক সহায়তা।

মুন্নাছ বাঁচতে চায়। সে আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরতে চায়। বন্ধুদের সঙ্গে হাসতে চায়। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তার জীবনের আশার আলো। 

মুন্নাছের জন্য আমাদের সম্মিলিত সহায়তা এখন সবচেয়ে প্রয়োজন। আসুন, আমরা একসাথে তার পাশে দাঁড়াই।

 
 

রিফাত

×