
ছবি: জনকণ্ঠ
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আগামী সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই প্রত্যেক কেন্দ্রের প্রত্যেকটি বুথ ভিত্তিক দলীয় শক্তিশালী নেতৃত্ব গঠন করতে হবে। কর্মী সমর্থক নয়, নেতাদের বুথের এজেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে। বিএনপির বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য তুলে ধরতে হবে।’
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মোশাররফ হোসেন আরো বলেন, ‘ আজ এই মুহূর্ত থেকে সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীকে এক হয়ে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।’ রবিবার সকাল ১১ টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এসব বলেন।
সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানার সাংগঠনিক কমিটি, সকল ইউনিয়নের বিএনপি ও তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: জাফরুজ্জামান, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান।
সাব্বির