
ছবি: জনকণ্ঠ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু বলেছেন, ‘গণতন্ত্রের প্রতীক ধানের শীষ আজ মানুষের আশা-ভরসার প্রতিচ্ছবি। জনতার মুখে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা শুনছি, তা থেকেই স্পষ্ট এই অঞ্চলের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত উন্নয়ন ও জনবান্ধব নেতৃত্ব চায়।’
রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি নিজের রাজনৈতিক দর্শনের সঙ্গে জনগণের প্রত্যাশাকে মিলিয়ে একটি অঙ্গীকারপূর্ণ অবস্থান তুলে ধরেন।
আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলা একটি সম্ভাবনাময় জনপদ। আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি, আগামীতেও পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই মৌলিক দাবিগুলো পূরণে কাজ করাই আমার অঙ্গীকার। দীর্ঘদিন অবহেলিত ও নদ-নদী বেষ্টিত এই জনপদকে একটি স্মার্ট, আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য।’
রাজনীতি সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, ‘আমি রাজনীতিকে কখনোই শুধু ক্ষমতার মাধ্যম হিসেবে দেখি না। এটি একটি মহান দায়িত্ব। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।’
তিনি বলেন, ‘আমি বিএনপির হয়ে নির্বাচন করতে প্রস্তুত। তবে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তবুও আমি তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ। আমার কাছে ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তই মুখ্য।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়।’
গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন সিন্টু সরদার।
উল্লেখ্য, মো. আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত মো. আজিজার রহমান সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকায় একজন পরিচিত, মানবিক মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সাব্বির