ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মনপুরায় বিষধর সাপকে পোষ মানাতে গিয়ে যুবকের মৃত্যু

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ২০:১৯, ৬ জুলাই ২০২৫

মনপুরায় বিষধর সাপকে পোষ মানাতে গিয়ে যুবকের মৃত্যু

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় শখের বসে একটি বিষধর গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে সাপের কামড়ে মো. শাকিল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাকিল উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় মোয়াজ্জেল সয়ালের বাড়ি থেকে শাকিল সাপটি ধরে এনে লালন-পালন করছিলেন। সাপটি বিষধর হওয়া সত্ত্বেও শাকিল সেটি নিয়ে খেলায় মেতে উঠতেন। শনিবার বিকেল ৬টার দিকে সাপ নিয়ে বেড়িবাঁধ এলাকায় খেলা দেখাতে গেলে উৎসুক জনতার সামনে সাপটি তার উরুতে কামড় দেয়।

সাপে কামড় দেওয়ার পর শাকিল ক্ষতস্থানে মুখ দিয়ে চুষে বিষ নামানোর চেষ্টা করেন এবং সাপটিকে নিয়ে বাসায় ফেরেন। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তার পায়ে রশি বেঁধে স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজের পরামর্শে পায়ের বাঁধটি খুলে দিলে মুহূর্তের মধ্যেই শাকিলের শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে এবং তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিমিয়া

×