ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বন্দরে পারিবারিক বিবাদে স্ত্রীর হত্যার পর স্বামীর আত্মসমপর্ণ

সাখাওয়াত হোসেন, বন্দর, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৯, ৬ জুলাই ২০২৫

বন্দরে পারিবারিক বিবাদে স্ত্রীর হত্যার পর স্বামীর আত্মসমপর্ণ

ছবি:সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার র‌্যালি আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে মো. ইমরান (৪৫) তার স্ত্রী বিজলী আমেনা (২৯)-কে মাছ কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। হত্যার পর ইমরান নিজেই বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শুক্রবার (৪ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নারী বিজলী আমেনা ছিলেন একজন মুসলিম পরিবারের মেয়ে। ইমরান একই এলাকার তপন চন্দ্র দাসের ছেলে, যিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং বিবাহিত ছিলেন। বিজলীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর ৭-৮ মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেন।

বিয়ের পর থেকে তারা র‌্যালি আবাসিক এলাকার ২নং গলির আবদুল মজিদ মিয়ার মালিকানাধীন হাজী শরীফ ভিলার ৫ম তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ইন্টারনেট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান মাছ কাটার বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন।

নিহতের বোন বৃষ্টি আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বোনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিজলীকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার পর ইমরান থানায় গিয়ে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

মারিয়া

×