
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা মেহারী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ইশাননগর চৌরাস্তার মোড়ে ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শাহজাহান ভুঁইয়া সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব, সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ বেলায়েত হোসেন হেলাল, মোঃ বেনজির আহমেদ রাশু, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ আলী আশরাফ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক বিল্লাল হোসেন, কসবা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান বাবু, রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মোঃ ফরিদ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত হয়।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান ভার্চুয়ালি ওই কর্মসূচিতে সংযুক্ত হয়ে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামত করার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে জয়ী করতে আমাদেরকে ও আপনাদেরকে জনগণের দোরগোড়ায় যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
শহীদ