ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নবী (সাঃ) এর নাতি কারবালায় শহীদ হওয়া আমাদের জন্য কী শিক্ষা দেয়?

প্রকাশিত: ১৯:২৬, ৫ জুলাই ২০২৫

নবী (সাঃ) এর নাতি কারবালায় শহীদ হওয়া আমাদের জন্য কী শিক্ষা দেয়?

ছবি: সংগৃহীত।

“ইমাম হোসাইন (রা.) শুধু শহীদ হননি, তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এক চিরন্তন আদর্শ স্থাপন করে গেছেন,”—এমনটাই জানালেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, কারবালার প্রান্তরে নবীজির (সা.) নাতি হোসাইন (রাঃ)-এর শাহাদাত আমাদের জন্য শুধুই শোক নয়, বরং এক চরম শিক্ষা—সত্যের পক্ষে অবিচল থাকার শিক্ষা।

আহমাদুল্লাহ বলেন, “কারবালার ঘটনা এবং এর পটভূমি কেবলমাত্র ইতিহাস নয়, বরং এটি হক ও বাতিলের সংঘাতের বাস্তব দৃষ্টান্ত। যেমন আমরা মুসা (আঃ) ও ফেরাউনের ঘটনায় দেখেছি—ফেরাউন যত বড়ই শাসক হোক, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।”

তিনি উল্লেখ করেন, আল্লাহ তায়ালা যেমন ফেরাউনকে তার জুলুমের পরিণতি দিয়েছিলেন এবং আজও তার লাশকে সংরক্ষণ করে রেখেছেন শিক্ষা হিসেবে, তেমনি কারবালায় ইয়াজিদের বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে হোসাইন (রাঃ) আত্মত্যাগ করে চিরকালীন বিজয়ী হয়ে আছেন উম্মাহর হৃদয়ে।

শায়খ আহমাদুল্লাহ বলেন— “কারবালার ঘটনায় হোসাইন (রাঃ) আপাতদৃষ্টিতে পরাজিত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। কিন্তু তিনি পরাজিত নন—সত্যের পতাকা তিনি উঁচুতে তুলে গেছেন। তাই কারবালার শিক্ষা হলো:

  • সত্যের পক্ষে অবিচল থাকা
  • অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা
  • সংখ্যায় কম হলেও ন্যায়ের পথে থাকাই প্রকৃত বিজয়।”

তিনি আরও বলেন, “ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যেকোন পরিস্থিতিতে ‘হক’ বা সত্যের পক্ষে থাকতে হবে, যেমন ছিলেন ইমাম হোসাইন (রাঃ)। আজকের যুগেও যদি আমাদের সামনে অন্যায় হয়, তবে আমাদের সাহস করে হোসাইন (রাঃ)-এর মতো সত্যের পক্ষে দাঁড়াতে হবে।”

নুসরাত

×