
ছবি: জনকণ্ঠ
মাদারীপুরের ডাসারে দুই কিশোরকে বেঁধে মারধরের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ রবিবার সকালে ফেসবুকে এই মারধরের দৃশ্য দেখা গেছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, ওই কিশোরদের চুরির দায়ে পেটানো হয়েছে। মারধরের শিকার ওই দুই কিশোর হলো কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের বেলায়েত কবিরাজের ছেলে জাকির কবিরাজ (১৭) এবং একই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (১৭)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে বেশ কয়েকজন কিশোর চুরি করতে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন ওই দুই কিশোরকে আটক করে বেঁধে মারধর করে ছেড়ে দেন। এ মারধরের ঘটনা হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে, কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের বাড়িতে সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশোর জাকির কবিরাজের ঘর থেকে বিভিন্ন ধরনের চোরাই মাল উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখেন। এই ঘটনার পর থেকে ওই দুই কিশোর পলাতক রয়েছে।
ভুক্তভোগী মহিউদ্দিন মাতুব্বর অভিযোগ করে বলেন, "আমার ঘরের চোরাইকৃত মালামাল জাকির কবিরাজের ঘর থেকে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রেখেছেন। আমি আমার মালামাল ফেরত চাই।"
এই ঘটনা জানার জন্য ওই দুই কিশোরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
স্থানীয় বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। তবে এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। এতে করে সাধারণ জনগণের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তাই আমরা পুলিশের তৎপরতা কামনা করছি।"
এ ব্যাপারে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকির কবিরাজের ঘর থেকে কিছু চোরাইকৃত মালামাল জব্দ করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারিনি।"
সাব্বির