
ছবি: সংগৃহীত
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন সালমান খান। হিট ছবির পর হিট ছবি, রোম্যান্টিক চরিত্রে অসংখ্যবার মন জয় করেছেন দর্শকের। অথচ একটা জায়গায় তিনি আজও ‘ধরাছোঁয়ার বাইরে’—কোনো ছবিতেই তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য নেই! অনেকটা নিজের বানানো নিয়মেই ‘নো কিসিং পলিসি’ মেনে চলছেন ভাইজান।
বলিউডপাড়া বলে, সালমান ইন্ডাস্ট্রিতে নবাগতদের ‘তারকা’ বানাতে যেমন সিদ্ধহস্ত, ঠিক তেমনি ইচ্ছা করলে কারও ক্যারিয়ারকেও থামিয়ে দিতে পারেন নিমেষে। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে বহু নায়িকার উত্থানের পেছনে রয়েছে তার হাত। প্রেমের ক্ষেত্রেও সালমানের নাম জড়িয়ে আছে বেশ কিছু আলোচিত নায়িকার সঙ্গে—ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীত বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ। যদিও আজও অবিবাহিত বলিউডের এই ‘এভারগ্রীন ব্যাচেলর’।
পর্দায় যতই প্রেমিকের চরিত্রে অভিনয় করুন, সালমান কিন্তু দৃশ্যায়নে চুমুতে একেবারেই রাজি নন। ভক্তদের কাছেও তাই তিনি ‘নারীঘেষা’ নন—চরিত্রে প্রেমিক, তবে সীমারেখা স্পষ্ট।
এই চুমুবিমুখতা নিয়ে সম্প্রতি এক টক শোতে উঠে আসে মজার এক মুহূর্ত। মঞ্চেই উপস্থিত ছিলেন সালমান খান, সঙ্গে ভাই আরবাজ খান। প্রশ্ন উঠল সালমান কেন পর্দায় নায়িকাদের চুমু খান না? সঙ্গে সঙ্গে মজা করে আরবাজ বলে বসেন, "আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, ক্যামেরার সামনে আর সময় পান না!"
এই রসিকতায় মুহূর্তেই হাসির রোল ওঠে মঞ্চে, লজ্জায় মুখ ঢাকেন ভাইজানও। তবে ভক্তরা বুঝে নিয়েছেন—পর্দার সালমান হয়তো চুমু খান না, কিন্তু বাস্তবের গল্পটা ঠিক কেমন, তা হয়তো জানেন শুধু ঘনিষ্ঠজনরাই!
আসিফ