
১৫ হাজার কোটি রুপির ঐতিহ্যবাহী সম্পত্তি নিয়ে ভারী ঝামেলায় পড়েছেন সাইফ। এই বছরটা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেতা সাইফ আলি খানের।
সম্প্রতি, মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফ আলি খানের দারুণ গুরুত্বপূর্ন একটি আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সাইফের পৈতৃক সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কিন্তু কী হয়েছে আসলে? ২০১৪ সালে, ভোপালের খান পরিবারের ঐতিহ্যবাহী সম্পত্তি ‘শত্রু সম্পত্তি’ হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর, মুম্বাইয়ের শত্রু সম্পত্তি সংক্রান্ত দপ্তর ঘোষণা করে যে, ভোপালের নবাবের জমি সরকারের সম্পত্তি হয়ে যাবে। এরপর, পতৌদি পরিবার আইনের সহায়তায় আদালতে গিয়ে দাবি করে যে, তাদের পৈতৃক সম্পত্তি, যেমন ভোপাল ও রাইসেনের ফ্ল্যাগ স্টাফহাউস, আহমেদাবাদ প্যালেস, রাইসেনের কোঠি এবং সংলগ্ন জঙ্গল—এই সবই তাদের সম্পত্তি।
তবে, শত্রু সম্পত্তি আইন অনুসারে, তাদের এসব সম্পত্তি এখন সরকারের অধীনে চলে যেতে পারে।
এছাড়া, ২০১৫ সালে এই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হলেও, সম্প্রতি রাজ্যের হাইকোর্ট সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে, সাইফের পরিবারের চিরকালীন সম্পত্তি হাতছাড়া হওয়ার পথে।
এই ঘটনাগুলোর মধ্যে সাইফ আলি খানের পরিবার যে কতটা অস্বস্তিতে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, তারা এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসে!
রাজু