
নিউজ ও মিডিয়ার আলোচনায় প্রায়ই উঠে আসে বিভিন্ন গুজব। আর সেগুলোর মধ্যে কিছু এমনও থাকে যা পুরোপুরি ভিত্তিহীন। সম্প্রতি এমন এক গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি জানিয়েছেন, ‘‘জীবনে অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ বেবিটা আমার না, ওই আমার বোনের বেবি।’’
শনিবার নিউইয়র্ক ঠিকানা টিভিতে সঞ্চালক জায়েদ খানের সঙ্গে এক আলোচনায় তানজিন তিশা এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে তিশা তাঁর ক্যারিয়ার পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন এবং চলমান গুজবের উত্তর দেন। তিনি আরো বলেন, ‘‘গুজবগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এবং আমি এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। তবে একথা বলতে পারি, বিয়ে নিয়ে আমি ইতিমধ্যেই পরিকল্পনা করেছি।’’
এছাড়া, তিশা জানিয়েছেন, তিনি পাঁচ বছর পর বিয়ে করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’’
অতীতের গুজব আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা যে নির্ভীক মনোভাব প্রকাশ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
রাজু