
মাহদীয়া ঈশাল
আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ। একই বছর উত্তর আমেরিকা চ্যানেল আই সেরা কণ্ঠতে চতুর্থ হয়েছেন খুদে শিল্পী মাহদীয়া ঈশাল। আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত এবং আলোচিত এক নাম ঈশাল। আরও আলোচনায় এলেন তিনি তার প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’র মাধ্যমে। গানটি লিখেছেন কবির বকুল আর সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে ঈশালের এই গানটি মাহদীয়া ঈশাল ইউটিউব চ্যানেলসহ গুরুত্বপূর্ণ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউন, অ্যামাজন মিউজিকে রিলিজ পেয়েছে।
গানটি প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের কাছে ঈশালের গায়কী বেশ প্রশংসিত হচ্ছে। গানটির মিউজিক ভিডিওর শূটিং হয়েছে আমেরিকাতেই বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন তার মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। মাহদীয়া ঈশাল বলেন, ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি আমার ভালোবাসাটা এমন যে গানে গানেই আমি এই প্রজন্মের শিল্পী হিসেবে বিদেশের মাটিতে বাংলা গানকে আরও ছড়িয়ে দিতে চাই।
আমার বাবা মা আমাকে পূর্ণ সমর্থন করছেন, তারা প্রতিনিয়ত আমাকে অুনপ্রেরণা দিচ্ছেন। ‘লাল নীল ভালোবাসা’ গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। আরও মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা সেখানেই পৌঁছে যাক আমার কণ্ঠÑ এই স্বপ্ন আমার।
ঈশাল নৃত্য, অভিনয় এবং বেহালায় পারদর্শী। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের চাঁদপুর জেলায় হলেও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে। সম্প্রতি তারা কয়েক বন্ধু মিলে ল্যুমিনারি নামে একটি ব্যান্ডদল গঠন করেছেন। ঈশাল এই ব্যান্ডের লিড ভোকালিস্ট। ঈশাল সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে কর্নাটিক সংগীতের মাধ্যমে সংগীতচর্চা শুরু করেন।
নয় বছর বয়স থেকে তিনি সংগীত গুরু উৎপল বড়ুয়ার কাছে তালিম নিচ্ছেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের সংগীত গুরু নাসের চৌধুরী এবং বাংলাদেশ বেতার ও টেলিভশনের অন্তর্ভুক্ত সংগীতশিল্পী বাসার শিকদারের কাছেও তিনি সংগীত প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্যানেল হু