
ছবি: সংগৃহীত।
প্রেমের সম্পর্ক থেকে বিবাহ, তারপর বিচ্ছেদ—জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলার জীবনের এই অধ্যায় এখনো ভক্তদের মনে প্রশ্ন তোলে। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। একমাত্র কন্যা আইরাকে নিয়ে সুখী সংসার চলছিল অনেকদিন। তবে ২০১৭ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ইতি টানে সেই পথচলা।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসে নিজের সেই ভাঙাগড়া সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন মিথিলা। জানান, "২০১৫ সাল থেকেই আমরা আলাদা থাকতাম। তখনও আশা করেছিলাম, সব ঠিক হয়ে যাবে। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ সালে বুঝলাম, এই সম্পর্কটা আর টিকবে না।"
সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় মানসিক চাপে ভুগতে হয়েছিল বলে জানান তিনি। "আমি তখন অনেক অল্প বয়সী, কোলে এক বছরের বাচ্চা। জানতামই না কীভাবে এমন বড় সিদ্ধান্ত নিতে হয়,"—বলেছেন এই অভিনেত্রী।
পডকাস্টে মিথিলা নিজের জীবন থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েও কথা বলেন—নারীর অর্থনৈতিক স্বাধীনতা। বলেন, "মেয়েদের একটা নিজের জায়গা থাকা দরকার। সেটা বাবার বা শ্বশুরবাড়ি নয়, নিজের জায়গা। আর তার জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি। এখন মেয়েরা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন, তাই সিদ্ধান্তও বেশি নিতে পারছে।"
তিনি আরও জানান, মায়ের কথাই সবসময় মনে রেখেছেন। মা বলতেন—নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই আদর্শেই বিয়ের পরও পড়াশোনা ও চাকরি চালিয়ে গেছেন তিনি। তবে তখন একা সন্তান বড় করার মতো আত্মনির্ভর ছিলেন না বলেও স্বীকার করেন।
তাহসান ও মিথিলা একসময় ছিলেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি। নাটক, গান—সবখানেই তাদের ছিলো দারুণ গ্রহণযোগ্যতা। বিচ্ছেদের পর দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও, গত বছর তারা একসঙ্গে হাজির হন সাত পর্বের ওয়েব সিরিজ ‘বাজি’-তে।
নুসরাত