ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পাঁচ বছরের মধ্যে আমি বিয়ে করবো, মা হবো: তিশা

প্রকাশিত: ১৯:৫২, ৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫৩, ৫ জুলাই ২০২৫

পাঁচ বছরের মধ্যে আমি বিয়ে করবো, মা হবো: তিশা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক থেকে বাংলা ভাষাভাষীদের জন্য সম্প্রচারিত জনপ্রিয় গণমাধ্যম 'ঠিকানা'-তে গতকাল ৪ জুলাই প্রচারিত হলো বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা গেল চিত্রনায়ক জায়েদ খানকে। উদ্বোধনী পর্বেই অতিথি হয়ে উপস্থিত হন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

অনুষ্ঠানের এক পর্যায়ে জায়েদ খান তানজিন তিশাকে প্রশ্ন করেন, “পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” জবাবে তিশা বলেন, “আমি মা হতে চাই। এর মধ্যে আমি বিয়ে করব, পরিবার গড়ব।” তিনি আরও যোগ করেন, “দেখুন, এভাবে হয়তো সবাই বলেন না। কিন্তু আমি মনে করি, প্রফেশনাল জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান গুরুত্বপূর্ণ। সেটা লুকানোর কিছু নেই, এড়িয়ে যাওয়ারও নয়।”

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে থাকবে তারকাদের অজানা গল্প, প্রবাসে তাদের জীবনযুদ্ধ ও সাফল্যের স্মৃতি, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের ভাবনা। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার প্রচারিত হবে নিউইয়র্ক থেকে

আসিফ

×