ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সৈকতে চেয়ারে বসতে গিয়ে বিপাকে বাইডেন!

প্রকাশিত: ০৯:০০, ৬ জুলাই ২০২৫

সৈকতে চেয়ারে বসতে গিয়ে বিপাকে বাইডেন!

সৈকতে চেয়ারে বসতে গিয়ে বিপাকে বাইডেন

 বৃহস্পতিবারই (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার মালিবু শহরে ছেলে হান্টার বাইডেনের বাড়ির কাছে সমুদ্র সৈকতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বিচ চেয়ারে বসা নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছে বাইডেনকে। 

শুক্রবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন ছবিসহ খবরটি প্রকাশ করা হযেছে। ছবিতে  বসতে গিয়ে ‘পড়ে গেছেন ’মনে হলেও আদতে সৈকতের বালুতে চেয়ার ঠিক করতে গিয়েই পড়ে যান বাইডেন।

তবে পরে দেখা যায়, চেয়ারের পাটা খুলতে গিয়ে কিছুটা কষ্ট করছেন। হাঁটুতে ভর দিয়ে চেয়ার খোলার চেষ্টা করছেন তিনি। শেষমেশ অবশ্য খুলতে সক্ষম হলেন। একবার চেয়ারে বসে গেলেন, তারপর সানবাথ নিলেন। পাশে ছিলেন তার স্ত্রী জিল বাইডেন, আর নাতি-নাতনি ফিনেগান ও বেউ বাইডেন জুনিয়র একপাশে বালি নিয়ে খেলা করছিলেন।

বাইডেন সবচেয়ে বেশি ছুটি কাটানো মার্কিন প্রেসিডেন্টদের একজন। নিজের ১ হাজার ৪৬৩ দিন মেয়াদের অন্তত ৫৭৭ দিন ছুটি কাটিয়েছেন তিনি। এর মধ্যে সেন্ট ক্রয়িক্স, নানটাকেট, রেহোবথ বিচ ছিল তার নানা ছুটি কাটানোর অন্যতম স্থান। সেখানে তিনি পরিবারকে নিয়ে সময় কাটাতেন। 

তাসমিম

আরো পড়ুন  

×