
ইলন মাস্ক
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক কোথায় পড়াশোনা করেছেন, তা নিয়ে অনেকের কৌতূহল।
ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বেড়ে উঠেছেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণের পর ১৯৮৯ সালে তিনি কানাডায় পাড়ি জমান। সেখানেই কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে দুই বছর অধ্যয়ন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় স্থানান্তরিত হন।
১৯৯২ সালে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি ফিজিক্স ও ইকোনমিকসে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
পরে ১৯৯৫ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন ইলন মাস্ক। তবে মাত্র দুই দিনের মাথায় তিনি সেখানে পড়াশোনা ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় জিপ-টু, তার প্রথম প্রযুক্তি কোম্পানি, যা পরবর্তী সময় সফলভাবে বিক্রি হয় এবং শুরু হয় তার ব্যবসায়িক যাত্রা।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের শিক্ষাজীবনের এই অধ্যায় তার পরবর্তী জীবনে বড় প্রভাব রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা।
এদিকে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে।
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি নতুন দল গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো—মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।
তবে এখনো স্পষ্ট নয়, মাস্কের এ দলটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না। তিনি দলের নেতৃত্ব, কাঠামো বা ভবিষ্যৎ পরিকল্পনাও বিস্তারিতভাবে জানাননি।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন। ট্রাম্পকে নির্বাচনে সহায়তা করতে তিনি প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন।
তাসমিম