ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

উখিয়ায় চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৬:০০, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৬:২৮, ৬ জুলাই ২০২৫

উখিয়ায় চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা

ছবিঃ সংগৃহীত

উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামে চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন তার পাষণ্ড বাবা। পরে খুনি পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার রাত ৯টায় জালিয়াপালং মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফ হোসেন বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ কারণে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লাগত। ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন পিতা। খুনের সময় তিনি মাদক সেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রবিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

 
 

মারিয়া

×