ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সোনারগাঁয়ে নিজ অর্থায়নে যুবদল নেতার রাস্তা সংস্কার

সোনারগাঁও সংবাদদাতা, নারায়ণগঞ্জ।। 

প্রকাশিত: ১৫:৫২, ৬ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে নিজ অর্থায়নে যুবদল নেতার রাস্তা সংস্কার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা। উপজেলা সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার ব্রিজের পশ্চিম পাশে চলাচল করতে জনসাধারণের কষ্ট লাঘবে তিনি উক্ত রাস্তাটি সংস্কার করেন।রবিবার (০৬ জুলাই) দুপুরে রাস্তার ওই অংশের সংস্কারের উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা।

আশেপাশের কয়েকটি গ্রামের জনগুরুত্বপূর্ণ ওই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্ষা ও বৃষ্টির পানিতে রাস্তাটি কাদা হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। তাদের দুর্ভোগ লাঘবে সোনারগাঁ যুবদল নেতা আশরাফ মোল্লার ব্যক্তি উদ্যোগে এ সংস্কারের উদ্যোগ নেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সাইফুল মোল্লা, জিয়াউল, সোহেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আশরাফ মোল্লা জানান, আমার এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে তিনি নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তাই জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আমি নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করে দেই।

আফরোজা

×